শিক্ষার আলো ডেস্ক
২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছভর্তি পদ্ধতি বহালে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির বিষয়ে সুপারিশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠক শেষে ইউজিসি সদস্য (সরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও শিক্ষার্থীদের প্রতিনিধি সিয়াম নিশ্চিত করলে বিকেল ৩টায় শিক্ষার্থীরা ইউজিসির সামনে থেকে চলে যান।
বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, গুচ্ছ বহাল রাখতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু এ নিয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়ার এখতিয়ার আমাদের নেই। সেজন্য শিক্ষার্থীদের আমরা পরামর্শ দিয়েছি, তাদের লিখিত আবেদন করতে বলেছি। তারা যে আবেদন দেবে, সেটাতে জোর সুপারিশ করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এ ছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধিদলে নেতৃত্ব দেওয়া সিয়াম বলেন, ইউজিসি চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। সিদ্ধান্ত হয়েছে, আমরা লিখিতভাবে দাবি জানাবো। ইউজিসি তাদের জায়গা থেকে তারা সুপারিশ করবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি বহালের দাবিতে ‘লং মার্চ টু ইউজিসি’ রোববার সকাল ১১টার দিকে লং মার্চ নিয়ে ইউজিসির সামনে আসেন একদল শিক্ষার্থী। সেখানে অবস্থান নিয়ে তারা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘মোদের দাবি একটাই, থাকতে হবে ২৪টাই’, ‘ব্যবসা না গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ’-সহ বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। পরে শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে ইউজিসি কার্যালয়ে প্রবেশ করেন।
শিক্ষার্থীদের প্রতিনিধিদলে নেতৃত্ব দেওয়া সিয়াম বলেন, ইউজিসি চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
Discussion about this post