শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিকল্প সময়ে পরীক্ষার সুযোগ দেবে জবি।
এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এমআইএসটি ও ঢাবির প্রবেশপত্র আপলোড করতে হবে। জবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ২২ ফেব্রুয়াতি অনুষ্ঠতিব্য ইউনিট-এ (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষায় অংগ্রহণকারী যে সব শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আবেদন করেছেন, তারা জবির ভর্তি ওয়েবসাইটে https://jnuadmission.com/ লগইন করে তাদের এমআইএসটি’র প্রবেশপত্র আপলোড করতে পারবেন।
আরো পড়ুন: দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিট-বি (কলা ও আইন অনুষদ) পরীক্ষায় অংগ্রহণকারী যে সব শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের পরীক্ষায় আবেদন করেছেন, তারা জবির ভর্তি ওয়েবসাইটে https://admission.jnu.ac.bd লগইন করে তাদের ঢাবির প্রবেশপত্র আপলোড করতে পারবেন।
Discussion about this post