শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের (এসিসি) উদ্যোগে চতুর্থবার আয়োজন করা হচ্ছে বিজনেস কেস কম্পিটিশন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে চবিসাস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।
প্রতিযোগীদের জন্য থাকছে দুটি অনলাইন ওয়ার্কশপ, যেখানে প্রতিযোগিতার রাউন্ডগুলোতে দিকনির্দেশনা দেওয়া হবে। যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ৩-৪ জনের দল গঠন করে অংশ নিতে পারবে প্রতিযোগিতায়।
আরো পড়ুন-চবিতে বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড চালু ,সেরা পুরস্কার পেলেন ৪ গবেষক
কম্পিটিশিনে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা। প্রথম রানারআপ পাবে ৩০ হাজার টাকা, দ্বিতীয় রানারআপ ২০ হাজার টাকা।
এছাড়া প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা বেগম, এসিসির সহ সভাপতি ইবনে আরমান, অর্থ সম্পাদক সাকিব আল ফাহাদ ও সাংগঠনিক সম্পাদক ধ্রুব চক্রবর্তী। এন মোহাম্মাদের গ্রুপের উপস্থাপনা ও ডিডিএনের পরিচালনায় এই আয়োজনের সহ স্পন্সর হিসেবে থাকছে সেভেন রিংস সিমেন্ট।
Discussion about this post