শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চারটি ইউনিটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে জানানো হয়েছে, শনিবার থেকে এ, বি, সি ও ডি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। প্রথমদিনে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু
আগামী ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post