শিক্ষার আলো ডেস্ক
আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে—এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে প্রায় ৬ ঘণ্টা পর মহাখালী রেলক্রসিং ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এরআগে রাত সাতে ৮টার দিকে তিতুমীর কলেজের শিক্ষক ও ছাত্র প্রতিনিধির একটি দলের সঙ্গে ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষা মন্ত্রণালয়ের দুইজন যুগ্ম সচিব আব্দুর রহমান ও নুরুজ্জামানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের সাত দফার দাবির মধ্যে কয়েকটি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে রাত সাড়ে ৯টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়।এ সময় অধ্যক্ষ অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণির একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা আছে। সেটি স্থগিতের ঘোষণা দিতে হবে। তবে অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নয় বলে এসময় শিক্ষার্থীদের জানান।
Discussion about this post