শিক্ষার আলো ডেস্ক
সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদফতর দেশের সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে এ তথ্য চেয়েছে।
ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাদ্রাসার নাম, ঠিকানা, বাবার নাম, মোবাইল নম্বর, ভর্তি রোল বা রেজিস্ট্রেশন নম্বর ও প্রতিষ্ঠানের নাম চাওয়া হয়েছে।
আরো পড়ুন-৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বুয়েট
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীরা যে পিছিয়ে নেই, তা মানুষের জানা প্রয়োজন। অধিদফতর তথ্য চেয়েছে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য।’
Discussion about this post