শিক্ষার আলো ডেস্ক
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার (ইএলএল) বিভাগের শিক্ষার্থীরা কাপ্তাই ও রাঙামাটিতে এক আনন্দঘন স্টাডি ট্যুরে অংশ নেয়। শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ইংলিশ বিভাগের প্রধান, কবি ও সাহিত্যিক মো. জিয়াউল হক, সাথে ছিলেন অন্যান্য ফ্যাকাল্টিবৃন্দ মাইমুনা খাতুন, তাসমিয়া ফাতেমা, আয়েশা আখতার, ইলিয়াস শাহরিয়ার ও মোহাম্মদ আলী। ট্যুরটির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন “দ্য ক্রিয়েটিভ এলসক”।
শিক্ষার্থীরা প্রথমে পৌঁছায় বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাই ক্যাম্পে, যেখানে তাদের সঙ্গে যোগ দেন ইউসিটিসি’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান ও উপাচার্য প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ। সেখান থেকে আসাম বস্তি ঘুরে সকলে মিলে বারগী লেকে সময় কাটায়। নৌকাভ্রমণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস ছিল দেখার মতো। গান, নাচ, ও দলীয় খেলাধুলায় ভরে ওঠে পুরো সফর। শিক্ষার্থীদের মতে, এ ধরনের শিক্ষামূলক ও বিনোদনমূলক ভ্রমণ শুধু মানসিক প্রশান্তিই দেয় না, বরং পারস্পরিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। দিনব্যাপী এই আয়োজন তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
Discussion about this post