শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে নারী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন ৩৯ হাজার ৯৬৮ জন। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। মোট পাস করেছেন ১৭ হাজার ৬৬৪ জন। এই ইউনিটে নারী ভর্তিচ্ছুদের গড়ে পাসের হার ৪৪.২২ শতাংশ। আর ছেলে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ৩৩ হাজার ৬৪৯ জন। এর মধ্যে ৫০ জন শিক্ষার্থীর উত্তরপত্র বালিত হয়েছে এবং পাস করেছেন মোট ১৪ হাজার ৪ জন। এই ইউনিটে ছেলে শিক্ষার্থীদের পাসের হার মোট ৪১.৭০ শতাংশ।
ফলাফল দেখতে ক্লিক করুন-
উল্লেখ্য, ‘ডি’ ইউনিটে নারী শিক্ষার্থীদের পাঁচ শিফটে ও ছেলেদের চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট ৮৫ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে আইবিএ-জেইউর পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭২ শতাংশ।
আরো পড়ুন-কৃষি গুচ্ছের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এদিকে জাবি ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের মত আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরু হয়েছে। মোট পাঁচটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post