শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ফলাফল হস্তান্তর করা হয়। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক আইরিন আক্তার যথাক্রমে ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ফলাফল উপাচার্যের হাতে তুলে দেন।
আরো পড়ুন-জাবির ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ
ডিন অফিস সূত্রে জানা গেছে, ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মধ্যে পাঁচটি শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে পাসের হার ৪২.২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫.৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯.১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮.৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫.৫০ শতাংশ। এই ইউনিটে ছাত্রীদের মোট আবেদন ছিল ৪৭ হাজার ৬৯২টি, পরীক্ষা দিয়েছে ৩৯ হাজার ৯৬৮ জন এবং পাস করেছে ১৭ হাজার ৬৬৪ জন। গড় পাসের হার ৪৪.২২ শতাংশ।
ছেলেদের চারটি শিফটের মধ্যে প্রথম শিফটে পাসের হার ৩৮.২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩.৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮.২৩ শতাংশ। মোট আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ৭৬টি, পরীক্ষা দিয়েছে ৩৩ হাজার ৬৪৯ জন এবং পাস করেছে ১৪ হাজার ৪ জন। গড় পাসের হার ৪১.৭০ শতাংশ।
ফলাফল দেখুন এখানে–
আইবিএ-জেইউ ইউনিটে ছাত্রদের শিফটে পাসের হার ২৮.৫৪ শতাংশ এবং ছাত্রীদের ২৩.৬৬ শতাংশ। ছাত্রদের সর্বোচ্চ নম্বর (জিপিএসহ) ৭২.৮০ এবং ছাত্রীদের ৭৪.৫৮। এখানে মোট ২ হাজার ৮৩৪ জন ছাত্র আবেদন করে, পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১২২ জন। ছাত্রীদের আবেদন সংখ্যা ছিল ১ হাজার ৮৫৪ এবং পরীক্ষা দিয়েছে ১ হাজার ২৮৫ জন। গড় উপস্থিতি ছিল ৭৩ শতাংশ। প্রকাশিত মেধা তালিকায় রয়েছে ২৫৪ জন ছাত্র ও ২৫০ জন ছাত্রী।
ভর্তি পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে (ju-admission.org)পাওয়া যাবে।
Discussion about this post