শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তির আবেদন শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করতে পারবেন।
চলতি শিক্ষাবর্ষে তিন হাজার ৮৬৩ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) যারা ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী, তাদেরও আবেদনের সুযোগ রেখেছে কৃষি গুচ্ছ ভর্তি কমিটি।
আবেদন ফি ও সময়সীমা
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন গ্রহণের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত। আবেদন ফি এক হাজার ২০০ টাকা। অনলাইন ফরমের নির্ধারিত স্থানে থাকা নির্দেশনা মেনে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোনো একটির মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
Discussion about this post