শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক পর্যায়ে মূল ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার জন্য গত রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এবারের প্রাক্-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৬৪২ জন স্থান পেয়েছেন। তারা আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আরো পড়ুন-জাবি ‘সি’ ও ‘সি১’ ইউনিটের ফলাফল প্রকাশ
২০১৯-২০ শিক্ষাবর্ষের পর ফের এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে রুয়েট। এবার ১৪টি বিভাগে এক হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ ১ হাজার ২৩৫টি আসন বরাদ্দ আছে।
Discussion about this post