শিক্ষার আলো ডেস্ক
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং শহীদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বইমেলা ১৮-২২ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী চলবে। মেলায় ৪০টি স্টল অংশগ্রহণ করছে।এ ছাড়া আয়োজন করা হয়েছে আলোচনাসভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, সদস্যসচিব প্রফেসর ড. মো. শাহজামান এবং অন্য সদস্যরা।
মেলায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকছেন খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। এ ছাড়া বিভিন্ন কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা মেলায় অংশ নেবেন।
Discussion about this post