শিক্ষার আলো ডেস্ক
আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল পরীক্ষায় বসতে হতো পরীক্ষার্থীদের। এসএসসিতে ওইদিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে ওইদিন বৈসাবি উৎসব পড়ায় সূচি পরিবর্তনের দাবির প্রেক্ষিতে পরীক্ষাটি পেছানো হয়েছে। নতুন সংশোধিত সূচি অনুযায়ী, ১৩ এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ মে নেওয়া হবে। তাছাড়া ব্যবহারিক পরীক্ষার সময় সূচিও পরিবর্তন করা হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা এসএসসির সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত সকল ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ১২ ডিসেম্বর প্রকাশিত পরীক্ষার সূচিতে ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সকল ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Discussion about this post