শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
ফলাফল দেখুন এখানে
এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে মোট ২০ হাজার ১২২ জন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ৬২১ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮৩ শতাংশ।
Discussion about this post