শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এরপর রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ করা হবে ১৩ এপ্রিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি জানানো যাবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ মে। এরপর মনোয়নপত্র বিতরণ শুরু হবে ১৫ মে।
মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ মে পর্যন্ত। মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে ২০ মে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ২৫ মে পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে। এরপর জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।
এদিকে রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন/কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে বলে জানানো হয়েছে।
Discussion about this post