শিক্ষার আলো ডেস্ক
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষায় (২০২৪-২৫) প্রাথমিকভাবে ৫১৮ জনকে উত্তীর্ণ হয়েছে। ফলাফলে প্রথম ২০ জনের মধ্যে মেয়েদের সংখ্যা ১৩ এবং ছেলের সংখ্যা সাতজন
ফল বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি এগিয়ে আছেন।
এর আগে রোববার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন সুবর্ণা বড়ুয়া নামে এক শিক্ষার্থী, তিনি রাজউক উত্তরা মডেল কলেজের সাবেক শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মাহবুবা খান মালিহা, তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএইচসি পাশ করেছেন এবং তৃতীয় হয়েছেন হলি ক্রস কলেজের সাবেক শিক্ষার্থী শ্রেয়া ঘোষ। এছাড়াও জাতীয় মেধায় চতুর্থ হয়েছেন কুমিল্লা ভিক্টরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করা মরিয়ম খানম সাদিয়া, পঞ্চম হয়েছেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী সাদিয়া খাতুন, ষষ্ঠ হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মারুফা আক্তার।
ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় সপ্তম স্থান দখল করেছেন চিটাগাং কলেজ থেকে এইচএসসি পাশ করা জায়েদ ইবনে আক্তার, অষ্টম হয়েছেন হলি ক্রস কলেজের তাসনিয়া বিনতে আলম, নবম হয়েছেন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক শিক্ষার্থী আনুরাগ দাশ এবং দশম হয়েছেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী আফরিন জাহান।
এছাড়াও জাতীয় মেধায় ১১তম হয়েছেন আব্দুল্লাহ আল নাঈম, ১২তম সৌমিক মন্ডল, ১৩তম মাছুমা আক্তার, ১৪তম রাইসা তাসমিন, ১৫তম মিসকাতুন নূর, ১৬তম ইফতেখার আলম তাহসিন, ১৭তম নুসরাত জাহান মিথিলা, ১৮তম মহুয়া জাহান হলি, ১৯তম মো. রাতুল হাসান এবং ২০তম তানভীর হাছান ভুঁইয়া।
Discussion about this post