শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড ও রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ডের অধীনে ১২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
গত সোমবার (৩ মার্চ) উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
অর্থনীতি বিভাগে বিভিন্ন বর্ষের অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থীকে অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থীকে রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়।
অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ডের বৃত্তিপ্রাপ্তরা হলেন- সাদিয়া (১ম বর্ষ), মঈন উদ্দিন (১ম বর্ষ), স্নোহা বিশ্বাস মেমোরী (২য় বর্ষ), মো. আছিদ রহমান (৩য় বর্ষ), রহিমা আখতার (৪র্থ বর্ষ), মো. সুমন মোল্যা (এম.এস.এস)। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ডের বৃত্তিপ্রাপ্তরা হলেন- রাতুল আহমেদ, মো. ফুরকান আলী, ফারজানা আক্তার, সোহান সেখ, মো. জিন্নাহ সরকার, কনক চন্দ্র বর্মণ।
ট্রাস্ট ফান্ডের দাতাদের ধন্যবাদ দিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর মমতা ধারণ করেন বলেই ট্রাস্ট ফান্ডগুলো গঠনের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগগুলো আমাদের ঐক্যবদ্ধ করে। একই সঙ্গে সমাজকে নিয়ে চলতে শেখায়। এই আয়োজনগুলো করতে পেরে আমরা সম্মানিত বোধ করি।
উপাচার্য আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডগুলো গোছানোর চেষ্টা করছি। আকার ও পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। যাতে আরও বহু সংখ্যক শিক্ষার্থীকে এসব ফান্ডের আওতায় আনা যায়। আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনকেও সক্রিয় করার চেষ্টা করছি।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নাজমা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরামের অন্যতম দাতা মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post