শিক্ষার আলো ডেস্ক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে ‘বি’ ইউনিট (মানবিক) সর্বোচ্চ নম্বর ৮৫ পেয়ে প্রথম হয়েছেন এক ভর্তিচ্ছু এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) সর্বোচ্চ সর্বোচ্চ নম্বর ৯২.৮ পেয়ে প্রথম হয়েছেন আরেক ভর্তিচ্ছু। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাবিপ্রবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর ফলাফল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে। তাছাড়া শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড করতে পারবেন।
গত ২৮ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার বছর পর এবার নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫১ পরীক্ষার্থী। এই ভর্তি পরীক্ষায় সকালে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকেলে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
Discussion about this post