শিক্ষার আলো ডেস্ক
আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের জন্য ন্যাশনাল এনাটমি অলিম্পিয়াড সিজন-টু এর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এ আয়োজনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এনাটমি বিভাগের শিক্ষক শিক্ষিকা ও হেলথ স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত চট্টগ্রামের ১ম আইএসও অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার ও মেডিক্যাল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাব এর অ্যাকাডেমিক প্ল্যাটফর্ম হেলথ স্কুলের যৌথ আয়োজনে ১২০টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দেশব্যাপী চলছে ২য় এনাটমি অলিম্পিয়াড ২০২৫ এর বাছাই পর্ব। পরবর্তীতে ১২০টি মেডিক্যাল কলেজ থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ২৫ এপ্রিল চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Discussion about this post