শিক্ষার আলো ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, ১,৭৯৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন মোট ৭২,৯৯৩ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চারটি ইউনিটের অধীনে শিক্ষার্থীরা আবেদন করেছেন। এর মধ্যে A ইউনিটে ২৫,৪০৬ জন, B ইউনিটে ২২,২৯৫ জন, C ইউনিটে ৬,৮৪৯ জন এবং D ইউনিটে ১৮,৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এবার নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে হাবিপ্রবি। ৫ মে A ইউনিট, ৬ মে B ইউনিট, ৭ মে C ও D ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে জানা যাবে।
Discussion about this post