শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভাগসমূহে এখন থেকে এই প্রতিষ্ঠান অধিভুক্ত কলেজ ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) উত্তীর্ণ শিক্ষার্থীরা স্নাতকোত্তর শ্রেণিতে (আসন শূন্য থাকা সাপেক্ষে) ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, রাবি অধিভুক্ত কলেজ ও অন্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
তিনি জানান, ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০। আবেদনকারী যে বিভাগ/সমরূপ বিভাগ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) পাস করেছেন শুধুমাত্র সে বিভাগ/সমরূপ বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক/স্নাতক (সম্মান) পাসের ৩ শিক্ষাবর্ষের মধ্যে এই ভর্তির জন্য আবেদন করা যাবে। পরীক্ষার মাধ্যমে এই ভর্তি করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মাস্টার্স না করেই চলে যাচ্ছে। ফলে বিভিন্ন বিভাগে মাস্টার্সে অনেক আসন ফাঁকা থেকে যাচ্ছে। বিশেষ করে কৃষি অনুষদের বিভাগগুলোয়। তাই তারা বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগে ছাত্র ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হন। স্নাতক পাস করার পর তিন বছর পর্যন্ত এই সুযোগ থাকে। তবে স্নাতক পাস করার পর অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে স্নাতকোত্তরে ভর্তি হন না। এই ফাঁকা আসন পূর্ণ করার জন্যই বাইরের শিক্ষার্থীদের ভর্তির এই সিদ্ধান্ত।
Discussion about this post