শিক্ষার আলো ডেস্ক
বাংলা পরীক্ষা একদিন পেছানোর ফলে দাখিলের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচিতে বাংলা পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৬ থেকে ২০ মে-এর মধ্যে শেষ করতে হবে। বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন এ সূচি প্রকাশিত হয়েছে।
দাখিল পরীক্ষার সংশোধীত রুটিন দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, এবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন আর ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।
অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি।
সভায় জানানো আরো জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮জন।
Discussion about this post