শিক্ষার আলো ডেস্ক
গাজায় মুসলমানদের ওপর চলমান আগ্রাসী হামলার প্রতিবাদে এবার ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দিন।
গাজাবাসীর প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে শিক্ষক সমিতি সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ডাক দেয়। একইসঙ্গে গাজার মানুষের আহ্বানে সাড়া দিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দিন গণমাধ্যমকে বলেন, গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা আর সহ্য করা যায় না। আমরা গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি।
Discussion about this post