শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের কোটায় আবেদনের তারিখ প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কোটাভিত্তিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন-ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
কোটায় ভর্তির জন্য ইচ্ছুক পরীক্ষার্থীরা আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে আগামী ১৭ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের www.admission.jnu.ac.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পূরণ করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post