শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন আরফাতুল ইসলাম। তিনি চট্টগ্রামের মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে প্রকাশিত ফলে দেখা গেছে ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় বাণিজ্য গ্রুপ থেকে ৭৭.৫০ এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে আরফাতুল ইসলাম এবং অ-বাণিজ্য গ্রুপে সর্বোচ্চ নম্বর ৬০.২৫।পেয়েছে রংপুরের সরকারি কারমাইকেল কলেজের শিক্ষার্থী প্রসেনজিৎ সেন।
এ বছর ‘বি’ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬%) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬%) জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। বাণিজ্য ও অ-বাণিজ্য উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।
Discussion about this post