শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। আগামী সোমবারের (২৮ এপ্রিল) মধ্যে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হতে পারে।
শনিবার (২৬ এপ্রিল) গণমাধ্যমকে এ সব কথা জানান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম।
তিনি জানান, ‘ভর্তি পরীক্ষার ওএমআর শিট স্ক্রিনিং করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি সভা হবে। ওই সভায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গতকাল শুক্রবার সারা দেশের ২০টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন দুই লাখ ৩৭ হাজার ৭৮৭ ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এক লাখ ৪২ হাজার ৬৮৮ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৪৫ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু।
Discussion about this post