শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ১ম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টায় ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল দেখতে পারবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত)। তিনি জানান, ‘বি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। এতে পাসের হার ৪৯.৭১% এবং সর্বোচ্চ নম্বর ৮৬.২৫। সোমবার (২৮ এপ্রিল) থেকে সাবজেক্ট চয়েজ ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন-জবির ‘বি’ ইউনিটের বিষয় নির্বাচনের ফলাফল প্রকাশ
প্রসঙ্গত, শুক্রবার (২৫ এপ্রিল) ২১ টি কেন্দ্রে কুবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৪০টি আসনের জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী।
Discussion about this post