শিক্ষার আলো ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন পাবনার হাজী জসীম উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্র মো. শাহীন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটেও তিনি ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন ।
ভর্তি পরীক্ষায় জিপিএসহ মোট ১০৫.৮১ নম্বর অর্জন করেছেন শাহীন ।
গত শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ১৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
প্রথম স্থান অর্জনকারী মো. শাহীন বলেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছি। পিতা-মাতা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
Discussion about this post