নিজস্ব প্রতিবেদক
আগামী ২ জুন থেকে সীমিত আকারে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাতিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। সেইসাথে করোনা ভাইরাসজনিত চলমান ছুটি বর্ধিত করা হয়েছে ১৫ জুন পর্যন্ত।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ জুন পর্যন্ত বশেমুরবিপ্রবির সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং এ সম্পর্কিত পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে ২ জুন থেকে সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, আমরা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সীমিত আকারে বিশ্ববিদ্যালয় খোলার বিজ্ঞপ্তি প্রদান করেছিলাম। পরবর্তীতে ইউজিসির বিজ্ঞপ্তি পাই যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাতিল করে ১৫ জুন পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Discussion about this post