নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এবার পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। আগের বছরের ধারাবাহিকতায় ছেলেদের তুলনায় এবারও মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর মোট ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছেলে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে আট লাখ ৩৩ হাজার ৮৯২ জন। ফেল করেছে এক লাখ ৮৭ হাজার ৫৯৮ জন। ছেলেদের পাসের হার ৮১.৬৩ শতাংশ।
অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে আট লাখ ৫৬ হাজার ৬৩১ জন। ফেল করেছে এক লাখ ৬১ হাজার ৯০৭ জন। পাসের হার ৮৪.১০ শতাংশ।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।
আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৮৩ জন। আর যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। এছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০.১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৪৩৪ জন।
সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৬৩ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। আর রাজশাহী শিক্ষা বোর্ডে পাস করেছে ৯০.৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৪.৭৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার আট জন। ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন। মাদ্রাসা বোর্ডে ৮২.৫৫ শতাংশ পাস করেছে। আর কারিগরিতে পাস করেছে ৭২.৭০ শতাংশ।
Discussion about this post