নিউজ ডেস্ক
চট্টগ্রামে নগরীর হালিশহরে কিছু তরুণের উদ্যোগে নির্মাণাধীন করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (১২ জুন) পরিদর্শন শেষে করোনা আইসোলেশন সেন্টারের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৩ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাত-দিন কাজ করে যাচ্ছেন। কিন্তু সরকারি হাসপাতাল সমূহে চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা কম হওয়াতে তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় করোনা মহামারীর এই মহা সংকটে তরুণেরা যেভাবে এগিয়ে এসে করোনা আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন তা প্রশংসনীয়।
তরুণদের এই উদ্যোগ সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এই সময় উপস্থিত ছিলেন করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের প্রধান উদ্যোক্তা মো. সাজ্জাদ হোসেন, উদ্যোক্তা নাজিমুদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, অ্যাডভোকেট টি আর খাঁন, জাওইদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি।
এছাড়া স্থানীয় কাউন্সিলর নাজমুল হক ডিউক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গাজী জাফর উল্লাহও উপস্থিত ছিলেন।
করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের উদ্যোক্তা নুরুল আজিম রনি জানান, চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষা উপমন্ত্রীর প্রতি আমরা উদ্যোক্তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা রাখি, উপমন্ত্রী মহোদয়ের মতো চট্টগ্রামের অন্যান্য রাজনৈতিক নেতা ও ধন্যাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসবেন।
Discussion about this post