নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস পরিস্থিতিতেও স্বাভাবিক ধারার সকল শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। অনলাইনে প্লে গ্রুপ থেকে ইংলিশ মিডিয়ামের এ লেভেল ও ইংলিশ ভার্সনের এসএসসি পর্যন্ত সকল গ্রেড বা শ্রেণিতে নিয়মিত শ্রেণি পাঠদান, শ্রেণি পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম অনলাইন প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১৫ জুন) অনলাইনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক চুড়ান্ত পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এতে শতভাগ শিক্ষার্থীরা শ্রেনিভিত্তিক রুটিন অনুযায়ী স্বতস্ফুর্তভাবে স্কুল ইউনিফর্ম পরে পরীক্ষায় অংশনেন।
প্রতিষ্ঠানটির পক্ষ জানানো হয়েছে, প্রতি শ্রেণিতে হল পরিদর্শক হিসেবে একজন বা কোথাও দুইজন করে শিক্ষক দায়িত্ব পালন করেন। গুগল শীটের মাধ্যমে এবং স্কুলের নিজস্ব অটোমেশন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা খুবই আনন্দিত।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর মো. মাহমুদুল হাছান বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত। দেশের যে কোন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে শিক্ষা ধারা অব্যাহত রাখা উচিত। যেমনটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, ড্যাফোডিল পরিবারের সম্মানীত চেয়ারম্যান ডক্টর মো. সবুর খানের দক্ষ নেতৃত্বে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা কার্ক্রমের একই ধারা অব্যাহত রয়েছে। যা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ।
Discussion about this post