বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দেশের অন্যান্য বড় শহরের মতোই খুলনাতেও সময়ের সাথে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অধিকসংখ্যক নমুনা পরীক্ষা সামলাতে হিমশিম খাচ্ছে খুলনা মেডিক্যালের একমাত্র ল্যাবটি। এই চাপ সামলিয়ে উঠতে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি পৃথক রিয়েল টাইম পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল (বুধবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে এক পর্যালোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই উদ্যোগের কথা জানান।
জানা যায়, রিয়েল টাইম পিসিআর ল্যাব স্থাপনের ব্যাপারে প্রাথমিক যোগাযোগ ও প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে এই ল্যাব স্থাপন করা হবে। ল্যাব স্থাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে সহায়তা কামনা করছেন। প্রয়োজনীয় সহায়তা পেলে ল্যাবটি স্থাপনের কাজ যথাসম্ভব শিগগরই শুরু হবে। এই ল্যাবটি করোনাভাইরাস শনাক্ত ছাড়াও অন্যান্য অণুজীব পরীক্ষায়ও কাজে আসবে।
এ সময়, উপাচার্য চলমান করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ভার্চুয়ালভাবে পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, এ ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত শিক্ষার্থীদের নেটওয়ার্ক সুবিধা প্রদান। এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে বলেও জানান।
Discussion about this post