নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতির মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থী ভর্তি, ক্লাস এবং পরীক্ষাসংক্রান্ত ইউজিসির গাইডলাইন অমান্যের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্দেশ্য করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের প্রতি মানবিক হওয়ার আহবান জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগ প্রমাণসহ ইমেইলে ইউজিসির কাছে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে সাধারণ বিজ্ঞপ্তি জারি করা হয়। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক ড. মো. ফখরুল ইসলাম এতে স্বাক্ষর করেছেন।
এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সম্পর্কিত সকল নির্দেশনা গত ৭ মে স্মারক নং ইউজিসি/বে:/বি:৬৯(০১)২০১৮/২২১৪ অনুযায়ী সব বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে।
নির্দেশনায় অনলাইন ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সম্পর্কিত বিষয়ে বিশদ বিধৃত করা হয়েছে। নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন এবং অনুশীলন করার জন্য সকল বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিকে গত ৭ মে জারিকৃত এবং কমিশনের ওয়েবসাইটে প্রদর্শিত সাধারণ নির্দেশাবলীর ৪, ৫, ৬ ও ৭ নম্বর অনুচ্ছেদের ব্যত্যয় ঘটিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করলে বা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করে থাকলে প্রমাণ/ডকুমেন্টসহ private.ugc@ gmail.com ই-মেইল আইডিতে প্রেরণ করতে বলা হয়েছে।
Discussion about this post