নিজস্ব প্রতিবেদক
আগামী ১ জুলাই শত বর্ষে পা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বড়ো ধরনের আয়োজনের পরিকল্পনা নেই, থাকবে না কোনো জাঁকজমক অনুষ্ঠান। করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সংক্ষিপ্তভাবে দিবসটি উদ্যাপনের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসটি উদ্যাপনের জন্য সংক্ষিপ্ত কর্মসূচি প্রণয়ন করতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সোমবার উপাচার্যের অফিসসংলগ্ন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয় দিবসের দিন সকাল সাড়ে ১০টায় উপাচার্য ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো, সকাল ১১টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফরম জুমের মাধ্যমে আলোচনা সভা।
আলোচনা সভায় জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম সংযুক্ত হয়ে মূল বক্তব্য প্রদান করবেন বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া, এই অনলাইন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই জন উপাচার্য, এক জন ডিন, এক জন প্রভোস্ট এবং এক জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটসহ সংশ্লিষ্ট অন্যরা সংযুক্ত হবেন।
সভায় রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস ছামাদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান, সহকারী প্রক্টর মো. আবদুর রহিম এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
Discussion about this post