অনলাইন ডেস্ক
অনলাইনে শিক্ষার্থীদের পাঠদানে দেশে শীর্ষস্থান অর্জন করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি)।
শিক্ষা মন্ত্রণালয় ও ইইউজিসির নির্দেশনার আলোকে দেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি গত এপ্রিল মাসে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান শুরু করে। ইইউজিসির সহায়ক প্রতিষ্ঠান (বাংলাদেশ রিসার্চ ও এডুকেশন নেটওয়ার্ক) বিডিরেনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান শুরূ করে। বিডিরেনের ওয়েব সাইডের এক পরিসংখানে দেখা যায়, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করে থাকে তাদের মাঝে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষকদের ক্লাস নেওয়ার দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে বিইউএফটি।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে বিইউএফটি অনলাইন শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছেন এবং যতদিন দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসবে ততদিন দেশের ও বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত তাদের এই অনলাইন শিক্ষা কার্য্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ফল-২০২০ সেমিস্টারে অনলাইনে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
Discussion about this post