নিজস্ব প্রতিবেদক
৩৮তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনপত্র আহবান করেছে পিএসসি। এ আবেদন আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত।
আজ সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, গত ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। সরকার কর্তৃক জারীকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নিকট শূন্য পদে নিয়োগের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে প্রথম শ্রেণি (৯ম গ্রেড) এবং দ্বিতীয় শ্রেণি (গ্রেড-১০, ১১ ও ১২) নন-ক্যাডার পদে পিএসসি কর্তৃক সুপারিশ প্রদানের লক্ষ্যে উল্লিখিত ৬ হাজার ১৭৩ জন প্রার্থীর নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে।
Discussion about this post