বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস আজ । ১১ ডিসেম্বর ১৯৩৮ ‘দি বেঙ্গল কৃষি ইনস্টিটিউট’ নামে প্রতিষ্ঠিত হয় দেশের কৃষি শিক্ষার প্রাচীনতম বিদ্যাপীঠ। এরপর বিভিন্ন নামে পরিবর্তিত হয়ে ২০০১ সালের ১৫ জুলাই উন্নীত হয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে। পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে ২০ বছরের যাত্রা হলেও দেশের প্রাচীনতম উচ্চতর কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এর ইতিহাস দীর্ঘ ৮২ বছরের।প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী তৈরি এবং কৃষি গবেষণার যথাযথ প্রচার ও প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। অন্যান্য বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হলেও বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের সংকটময় অবস্থার কারণে এবার বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে না।সবুজে ঘেরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে যেন এক আধুনিক গ্রাম,ঢাকার প্রকৃতিপ্রেমীরা এখানে বেড়াতে আসেন একটু বিশুদ্ধ বাতাসের খোঁজে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৪টি অনুষদ ও ১টি ইনস্টিটিউট’র অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ৪ হাজার ৮০৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন,অনুষদসমূহের অধীনে ৩৫ টি বিভাগে মোট ৩২২ জন শিক্ষক পাঠদান ও সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত আছেন। শিক্ষার্থীদের জন্য মোট ৫টি আবাসিক হল রয়েছে।
প্রতিষ্ঠানটির গবেষণাকর্মগুলোর মধ্যে ক্যান্সার প্রতিরোধী সবজি সাউ টমাটিলো-১ ও সাউ টমাটিলো-২; সরিষার উন্নতজাত সাউ সরিষা-১, সাউ সরিষা-২ ও সাউ সরিষা-৩; ভুট্টার উচ্চফলনশীল জাত সাউ হাইব্রিড ভুট্টা-১ ও সাউ হাইব্রিড ভুট্টা-২; ভিনদেশি ফুলের পরিবেশ সহিষ্ণু নতুন জাত বঙ্গবন্ধু-১ ও বঙ্গবন্ধু-২; একই গাছে আলু ও টমেটোর জাত পমেটো; ভিনদেশি সবজি ব্রাসেলস স্প্রাউট, সলুক, উন্নত পানের জাত নির্বাচন, রসুনের বিকল্প বিডি নিরা উদ্ভাবন, প্রাণিদেহে অনুজীবঘটিত রোগবিষয়ক সফল গবেষণা অন্যতম।বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘প্রতিটি অনুষদে এমনিতেই কম বেশি সেশনজট রয়েছে। তারপরে মহামারী করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস না হওয়ায় তীব্র সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া ক্লাসরুম সংকট, আবাসন সমস্যা, ভেটেরিনারি ক্লিনিক নেই, গবেষণা কার্যক্রমে পুরাতন যন্ত্রপাতি ব্যবহারসহ নানা সমস্যা রয়েছে,বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবে এটাই প্রত্যাশা করছি। ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড.কামাল উদ্দিন আহাম্মদ বলেন,‘উন্নত শিক্ষা, কোর্স কারিকুলাম ও গবেষণার একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের পথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৩৯২ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প কাজ এগিয়ে চলছে। ক্যাম্পাসে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে।এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সাথে গবেষণার প্রকল্প চুক্তি হচ্ছে,ফলে বিভিন্ন দেশের সাথে এই বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক নেটওর্য়াক তৈরি হচ্ছে,গবেষণার ১৮টি প্রজেক্টের কাজ সম্পূর্ন হয়েছে।’উপাচার্য আরও বলেন,‘মহামারি করোনার জন্য বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো অনুষ্ঠানমালা থাকবে না ।তবে মুজিববর্ষ চলছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনাও আছে তাই আমরা ক্যাম্পাসে শুধুমাত্র বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করব।’
Discussion about this post