নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক বাহারউদ্দিন মুহাম্মদ জোবায়ের চট্টগ্রামের ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান যিনি করোনার প্রকোপে অচল শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর সামনে শিক্ষার আলো নিয়ে হাজির হয়েছিলেন গত ৭ এপ্রিল। ।
এইচএসসি, ডিগ্রী ও অনার্স প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়ে অনলাইনে ধারাবাহিক পাঠ দান করেছেন অধ্যাপক বাহারউদ্দিন মুহাম্মদ জোবায়ের । bahar zubair ইউটিউব চ্যানেলে তাঁর পাঠের ভিডিও শিক্ষার্থীমহলে বেশ সমাদৃত হয়।বিশেষ করে তাঁর প্রাঞ্জল উপস্থাপনা ও বাস্তবধর্মী উদাহারণের সমন্বয় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকবৃন্দেরও প্রশংসা অর্জন করেছে। সম্প্রতি এই শিক্ষকের পাঠদানের শততম পর্ব সম্পন্ন হওয়াতে অভিনন্দন জানিয়েছেন শিক্ষাসংশ্লিষ্ট বিজ্ঞজনেরা।
এ প্রসংগে জানতে চাইলে তিনি বলেন,আল্লাহর অশেষ রহমতে ১০০ তম অনলাইন হিসাববিজ্ঞান ক্লাস সম্পন্ন করতে পেরেছি। এ যাত্রায় কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের সকল সদস্য, ওমরগণি এম. ই. এস. কলেজের প্রিন্সিপাল আ. ন. ম. সরওয়ার আলম সহ সকল সহকর্মীদেরকে, সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে । বর্তমান করোনা ভাইরাসের এই দূর্যোগময় পরিবেশে আমরা সবাই অবরুদ্ধ, শিক্ষাব্যবস্থা স্থবির। এই স্থবিরতা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের কল্যাণে ও জাতীয় স্বার্থে ধারাবাহিকভাবে প্রাত্যহিক পাঠদান করে এসেছি এবং ১০০তম পর্বে উপনীত হতে পেরেছি।
শিক্ষার্থীদের সেবায় এ পাঠদান আরও চলমান থাকবে ইনশাআল্লাহ। ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে অনলাইন ক্লাস ব্যবস্থাপনার বিকল্প নেই- এমন অভিমত জানিয়ে অধ্যাপক জোবায়ের বলেন, আমরা সচরাচর শ্রেণিকক্ষে যে পাঠদান করে থাকি তাতে কিছুটা হলেও শিথিলতা থাকে, থাকে কাল ক্ষেপনের কিছু অনুষঙ্গ। কিন্তু অনলাইন ভিডিও ক্লাসে শিক্ষককে থাকতে হয় একেবারে ফোকাসবিন্দুতে ।তাই অনলাইন ক্লাসে শিক্ষক যেমন পেশাগত দক্ষতার পরিচয় দেন তেমনি শিক্ষার্থীও থাকে প্রচন্ড মনোযোগী।
তাই এক একটি ক্লাসকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে বেশ শ্রম ও সময় ব্যয় হলেও আমি বেশ উপভোগ করছি।সাথে সাথে সরকার মহোদয়ের কাছে এই আবেদন জানাচ্ছি যেন ছাত্রছাত্রীদের কাছে ইন্টারনেট সেবা ও ডিজিটাল ডিভাইস অত্যন্ত সুলভ ও সহজলভ্য করে দেয়ার ব্যবস্থা করা হয় যাতে সকল শিক্ষার্থী ব্যাপকহারে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে।
Discussion about this post