নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু কলেজে স্টুডিও বানানো হবে। কভিড-১৯ পরবর্তী সময়েও এই স্টুডিওর মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান অব্যাহত রাখা হবে।
শনিবার (১৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তৃতায় এসব কথা বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
ড. হারুন-অর-রশিদ বলেন, চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আমরা কিছু কলেজে স্টুডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্টুডিওগুলো আধুনিক তথ্য-প্রযুক্তি দ্বারা সজ্জিত থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও আমরা এই স্টুডিওগুলোর মাধ্যমে পাঠদান অব্যাহত রাখবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিচালন ব্যবস্থায় এটা হবে একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও বলেন, করোনা আজ বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটি এখন মানব জাতির অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ দাঁড়িয়েছে। এরপরও আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। বর্তমান পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
Discussion about this post