অনলাইন ডেস্ক
বিনামূল্যের অনলাইন কোর্সে ভর্তি চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। অনলাইন কোর্স ২০২০ এর জন্য আবেদন করতে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনও প্রান্ত থেকে বিনামূল্যে এই অনলাইন কোর্স এর জন্য আবেদন করা যাবে। হার্ভার্ড মুদ্রণযোগ্য প্রশংসাপত্র সহ ৫৫টি অনলাইন কোর্স বিনামূল্যে প্রদান করছে।
কম্পিউটার সায়েন্স, সোস্যাল সায়েন্স, ডেটা সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস , স্বাস্থ্য ও মেডিসিন, গণিত, প্রোগ্রামিং, শিক্ষা ও প্রশিক্ষণ ইত্যাদিসহ সকল কোর্স রয়েছে।
এই কোর্সগুলো সুযোগ সুবিধাসমূহ হলো- বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পাবেন (পেইড)। বাড়ি থেকে শেখা যাবে। কোন রেজিস্ট্রেশন ফি লাগবে না। বিনামূল্যে অনলাইন কোর্স পাশাপাশি কিছু পেইড কোর্স করতে পারবেন। অ্যাক্সেস মোড অনলাইন।
Discussion about this post