নিউজ ডেস্ক
চাঁদপুর সদর আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সদরের ইউএনওসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার ও গুজব রটানোর দায় অবশেষে ৩ কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) বিকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরকাবাদ ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, নোমান সিদ্দিকী, ফরকাবাদ সিনিয়র মাদ্রাসার শিক্ষক এবিএম আনিসুর রহমান।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, আইসিটি আইনের একটি মামলায় আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে এই অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজনভাবে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ থেকে ওই তিন শিক্ষককে আটক করা হয়।
তিনি আরো জানান, এছাড়াও এ বিষয়ে থানায় একটি জিডিও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচারের জন্য এই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আটকদের বিরুদ্ধে আদালত থেকে রিমান্ড চাওয়া হবে।
আইসিটি আইনে মামলার বাদী হলেন ওই এলাকার শিক্ষক হান্নান মিয়াজি। এছাড়াও অভিযোগ রয়েছে এই চক্রটি শিক্ষা মন্ত্রী ইউএনওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে ফেক আইডি মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে।
Discussion about this post