বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বন্যাকবলিত শিক্ষার্থীদের ত্রাণ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
বুধবার (২৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘দেশে করোনা ভাইরাস মহামারিতে সবাই আতঙ্কগ্রস্ত। এর সঙ্গে আবার দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছে। বন্যার ফলে অনেক শিক্ষার্থী স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তাই আমরা বিগত সময়ের মতো এবারও শিক্ষার্থীদের ত্রাণ দিয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ’
ইতোমধ্যে সব বিভাগকে বন্যা দুর্গত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা প্রস্তুতের কাজ চলছে। এরপর ছাত্র উপদেষ্টার নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের ত্রাণ দেওয়া হবে বলে জানান তিনি।
Discussion about this post