নিউজ ডেস্ক
চাঁদপুরে মেঘনা নদীতে বিলীন হওয়ার শঙ্কায় থাকা সেই স্কুল কাম দুর্যোগ আশ্রয়কেন্দ্রটি অবশেষে উদ্বোধনের আগেই ডুবে গেছে। দুই কোটি ২৯ লাখ টাকায় নির্মিত ‘রাজরাজেশ্বর ওমর আলী উচ্চবিদ্যালয়’ নামে তিনতলা এই স্থাপনাটি বৃহস্পতিবার(২৩জুলাই) সকালে ডুবে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, রবিবার থেকে ভবনটি নদীর মধ্যে দাঁড়িয়ে থাকলেও বৃহস্পতিবার সকালে তলিয়ে যায়। এতে তাদের বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া হুমকির মধ্যে পড়েছে।
রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, গত বছর জানুয়ারিতে সাইট সিলেকশনের সময় মেঘনা নদী অনেক দূরে ছিল। তখন কেউ ভাবেনি নদী ভাঙতে ভাঙতে ভবনটির কাছে চলে আসবে। নির্মাণ শেষে মাত্র দুই মাস আগে ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এটি দুই কোটি ২৯ লাখ টাকায় নির্মাণ করা হয়েছে বলে ঠিকাদারের প্রতিনিধি ইউপি সদস্য পারভেজ গজী রনি জানিয়েছেন।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার বলেন, রাজরাজেশ্বর ইউনিয়নটি চারপাশে পদ্মা-মেঘনা নদী দ্বারা বেষ্টিত। বর্তমানে পদ্মা-মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে ভবনটি তলিয়ে গেছে।
ভবনটি নির্মাণের আগে পানি উন্নয়ন বোর্ডের পরামর্শ নেওয়া হয়েছিল কিনা তা তিনি বলতে পারেননি।
Discussion about this post