নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট থেকে সারা দেশের সব কওমি মাদ্রাসা খোলার ঘোষণা দিয়েছে আল হাইআতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া বাংলাদেশ।
বৃহস্পতিবার সংস্থার দফতর সম্পাদক অছিউর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর ৮ আগস্ট থেকে সারা দেশের সব কওমি মাদ্রাসা খুলবে।
আল হাইআতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে সংগঠনের কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
মাদ্রাসা খোলার জন্য সরকারের অনুমতি পাওয়ার আগেই তারা এই সিদ্ধান্ত নেয়।
তবে এর আগে স্বাস্থ্য বিধি মেনে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দেয় সরকার।
Discussion about this post