নিজস্ব প্রতিবেদক
আগামী দুই-এক সপ্তাহের মধ্যে রেডিওর মাধ্যমে প্রাথমিকের ক্লাস সম্প্রচার শুরু হবে। সোমবার(২৭জুলাই) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন।
আর এর মাধ্যমেই ৯৬ শতাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া শিক্ষার্থীরা বিনামূল্যে পাঁচ মিনিট ফোনে শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারবে বলেও জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব।
ইন্টারনেটের ওপর করের বোঝা কেন আরোপ করা হল এবং কোন অদৃশ্য কারণে এটা প্রত্যাহার করা হল না বলে সভায় যুক্ত হয়ে প্রশ্ন তোলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
ভার্চুয়াল এই বৈঠকের প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
ইরাব সভাপতি মুসতাক আহমদ, সাধারণ সম্পাদক নিজামুল হক, সমকালের প্রতিবেদক সাব্বির নেওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন। এছাড়াও ইরাবের সাংগাঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জসীম অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন।
Discussion about this post