নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস প্রচার করা হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট পর্যন্ত সংসার টিভিতে মাধ্যমিকের ক্লাস বন্ধ থাকবে। আগামী ৯ আগস্ট থেকে পুনরায় সংসদ টিভিতে ক্লাস প্রচার করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হযচ্ছে। ৩০ জুলাই পর্যন্ত ক্লাস চলেছে। ৩১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মাধ্যমিকের ক্লাস সংসদ টিভিতে প্রচার হবে না। এর মধ্যে ২ থেকে ৬ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি। ৩১ জুলাই, ১ আগস্ট এবং ৭ ও ৮ আগস্ট শুক্র-শনিবার হওয়ায় নির্ধারিত সূচি অনুসারে ক্লাস হবে না।
Discussion about this post