নিজস্ব প্রতিবেদক
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মেধাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
এই মেধাবৃত্তি প্রোগ্রামের আওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেক অনুষদ থেকে একজন করে মেধাবৃত্তির জন্য মনোনয়ন দেয়ার নিয়ম রয়েছে বলে জানিয়েছে ইউসিজি।
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নকারী শিক্ষার্থীদের মনোনয়ন ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসিতে পাঠাতে হবে।
ইউসিজি এক বিজ্ঞপ্তিতে জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়ার উদ্দেশ্যে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা একই বিশ্ববিদ্যালয় হতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক পরীক্ষা সম্পন্ন করেছে তাদের মধ্যে অনুষদে সর্বোচ্চ সিজিপিএ/নম্বর শিক্ষার্থীদের মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
Discussion about this post