নিজস্ব প্রতিবেদক
দেশের ১৯ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শূন্য রয়েছে। অভিযোগ আছে, বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহার ও পারিবারিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার উদ্দেশ্যে এসব পদে বিধিসম্মতভাবে ভিসি, প্রো-ভিসি নিয়োগ দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোর এসব শীর্ষ পদে দ্রুত নিয়োগের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ভিসি প্রো-ভিসি ও ট্রেজারার শূন্যপদ পূরণের ৩ জনের প্যানেল প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্যানেল তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তাব পাঠাতে হবে মন্ত্রণালয়ে। এ সময়ের মধ্যে প্যানেল প্রস্তাব মন্ত্রণালয়ে না পাঠালে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
গত ২৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তরিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার শূন্যপদ পূরণের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ৩ জনের প্যানেল। প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় ভিসি,প্রো-ভিসি প্রফেসর নিয়োগে প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে না পাঠালে আইনানুগ ব্যবস্থা নেয়া।
Discussion about this post