নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলেও খোলাই থাকছে দেশের কওমি মাদরাসাগুলো। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে কওমি মাদরাসা কর্তৃপক্ষ। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মাদরাসা খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়। তাই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এসব মাদরাসা খোলাই থাকছে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে কওমি মাদরাসা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এদিন এ সংক্রান্ত নোটিশ দেয় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এতে মোট ৬টি শর্তে কওমি মাদরাসার কিতাব বিভাগ খোলার অনুমতি দেয়া হয়। এর আগে গত ২৪ আগস্ট কওমির দাওরায়ে হাদীস পরীক্ষার অনুমতি দেয় সরকার। এছাড়া গত ১২ জুলাই থেকে হিফজ বিভাগ খোলার অনুমতি দেয়া হয়।
গত ১৭ আগস্ট কওমি মাদরাসা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন জানায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেয় বোর্ডটির কর্মকর্তারা।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে এর আগে দীর্ঘ ৫ মাস দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর আজ বৃহস্পতিবার চলমান শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তবে বিজ্ঞপ্তিতে কওমী মাদ্রাসা খোলা থাকছে বলে জানানো হয়।
Discussion about this post